টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
প্রকাশিত

টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার সাদা পোশাকেও বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত।

গুঞ্জন আগে থেকেই ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে নেতৃত্ব ছাড়বেন শান্ত। অবশেষে সেটাই সত্যি হলো। সিদ্ধান্ত জানাতে খুব একটা দেরিও করেননি। শনিবার (২৮ জুন) লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারের পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

টেস্টের নেতৃত্ব ছাড়ার বিষয়ে এর আগে ‘ক্রিকবাজ’-কে শান্তর ঘনিষ্ঠ এক সূত্র বলেছিলেন, ‘আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনি টেস্ট অধিনায়ক হিসেবে আর থাকবেন না। আমি তাকে অনেক দিন ধরে চিনি, এবং যতদূর আমি বুঝতে পারি তার সঙ্গে যা ঘটেছে তাতে তিনি খুশি নন।’

এর আগে একবার তিন ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। কিন্তু তখনকার বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুরোধে শুধু ওয়ানডে আর টেস্টে অধিনায়ক থাকতে রাজি হন তিনি। এর মধ্যে গত ১২ জুন হুট করে শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজের। যে প্রক্রিয়ায় শান্তকে সরানো হয়েছে, সেটিতে তার আত্মসম্মানে ঘাঁ লাগারই কথা। যা শান্তর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্যতেই স্পষ্ট।

অবসর নেয়া প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে হয় না এখন তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক দরকার আছে। এটা আমার ব্যক্তিগত মত। ক্রিকেট অপারেশন্সকে আগেই জানিয়েছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে সাদা পোশাকের নেতৃত্ব শুরু করেছিলেন শান্ত। তার অধীনে ২০২৩ সালের নভেম্বরে সিলেটে সিরিজের প্রথম টেস্টে কিউইদের ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে শেষটা রঙ্গিন হলো না। লঙ্কানদের বিপক্ষে শেষটা হয়েছে ইনিংস ব্যবধানে হারের লজ্জায়।

সব মিলিয়ে ১৫ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। যেখানে ৪ জয় ও ১ ড্রয়ে বিপরীতে হার ১০টি। যদিও বাংলাদেশের ইতিহাসে একের অধিক ম্যাচে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com