কাবাডিতে রানার্স আপ রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

কাবাডিতে রানার্স আপ রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
প্রকাশিত

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫-এ দারুণ নৈপুণ্যের সাক্ষর রেখে গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কাবাডি খেলার ফাইনালে রানার্স আপ হয়েছে। পদ্ম অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে তারা আজ বকুল অঞ্চলের মুখোমুখি হয় এবং রোমাঞ্চকর প্রতিযোগিতায় মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে (৩৩–২৮) পরাজিত হয়ে রানার্স আপের গৌরব অর্জন করে।

এর আগে দুর্দান্ত পারফরম্যান্সে তারা গোলাপ অঞ্চলকে ৬০–২২ পয়েন্টে এবং চাঁপা অঞ্চলকে ৪১–৩১ পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। উপজেলা, জেলা, বিভাগীয় ও উপ-অঞ্চলিক পর্যায়ের প্রতিটি খেলায় অপরাজিত থেকে চূড়ান্ত পর্বে পৌঁছানোই রাবেয়া-আলীর মেয়েদের অবিচল পরিশ্রম, দলীয় চেতনা ও আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছরই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। গত বছর এইচএসসি পরীক্ষায় গোপালগঞ্জে প্রথম স্থান অর্জনের পর, এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্বও অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

একাডেমিক উৎকর্ষতা ও ক্রীড়া সাফল্যের সমন্বয়ে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজ দেশের অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com