ইলন মাস্কের রোবোট্যাক্সি যাত্রা শুরু

ইলন মাস্কের রোবোট্যাক্সি যাত্রা শুরু
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে গত রবিবার নিজেদের তৈরি চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। রোবোট্যাক্সির যাত্রা শুরু উপলক্ষে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, এটি এক দশকের নিরলস পরিশ্রমের ফল।

রোবোট্যাক্সিতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ভাড়া করা যাবে ট্যাক্সি হিসেবে। শুরুতে শুধু আমন্ত্রিত অতিথিরা জনপ্রতি ৪ দশমিক ২০ ডলার ভাড়া দিয়ে গাড়িটিতে ভ্রমণের সুযোগ পেয়েছেন। শুরুতে রাস্তায় চলা রোবোট্যাক্সির প্রতিটিতে সামনের আসনে একজন মানব নিরাপত্তা সহকারী উপস্থিত ছিলেন।

রোবোট্যাক্সি যাত্রা শুরু করলেও এখনো রাস্তায় নামেনি টেসলার আলোচিত ‘সাইবারক্যাব’। গত বছরের অক্টোবরে ‘উই, রোবট’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে চালকবিহীন ভবিষ্যৎ ট্যাক্সি হিসেবে সাইবারক্যাব গাড়ির নমুনা তুলে ধরেন মাস্ক। বর্তমানে যে গাড়িগুলো চলাচল করছে, সেগুলো মূলত টেসলার বিদ্যমান মডেলের গাড়ি। গাড়িগুলো বাইরের অংশে শুধু ছোট একটি ‘রোবোট্যাক্সি’ লোগো রয়েছে। টেসলা দাবি করেছে, তাদের সেলফ ড্রাইভিং ট্যাক্সি প্রযুক্তি পথচারী ও সাইকেলচালকদের সুরক্ষা নিশ্চিত করবে। তবে খারাপ আবহাওয়ায় এ প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে সেলফ ড্রাইভিং ট্যাক্সি সেবা চালু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েমো এবং অ্যামাজনের জুক্স বর্তমানে অস্টিন, সান ফ্রান্সিসকো ও ফিনিক্স শহরে রোবোট্যাক্সি পরিচালনা করছে। এদিকে উবার যুক্তরাজ্যে সেলফ ড্রাইভিং ট্যাক্সি পরীক্ষার ঘোষণা দিয়েছে।

সূত্র: বিবিসি

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com