অরোরা সম্পর্কে জানতে চান নাসা

অরোরা সম্পর্কে জানতে চান নাসা
প্রকাশিত

রাতের আকাশে মাঝেমধ্যেই চমকে উঠে অরোরা, আকাশজুড়ে আলোর অনন্য ঝলকে মুগ্ধ হয় মেরু এলাকার মানুষরা। সেই অরোরার রহস্য উন্মোচন করতে আগ্রহী মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।  

নাসা অরোরার রহস্য জানতে দুটি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের আলাস্কার সেই আলোর অনন্য ঝলকের রহস্য গভীরভাবে দেখতে চায় তারা।

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার থেকে মহাকাশ পদার্থবিদ মারিলিয়া সামারা ও রবার্ট মিশেলের নেতৃত্বে দুটি মিশনের পরিকল্পনা করা হয়েছে।

আলাস্কার ফেয়ারব্যাঙ্কসের পোকার ফ্ল্যাট রিসার্চ রেঞ্জ থেকে রকেট উৎক্ষেপণ করা হবে। কিছু অরোরা ঝিকিমিকি ধরনের আবার কিছু অরোরার স্পন্দন টের পাওয়া যায়। অরোরার ভিন্নতা জানা যাবে এ মিশন থেকে।

আলাস্কার ভেনেটিতে থেকে রকেটের গতিপথ পর্যবেক্ষণ করা হবে। মানমন্দির থেকে স্থলভিত্তিক ক্যামেরা ব্যবহার করে অরোরার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তাঁরা। অরোরা বোরিয়ালিসকে উত্তরীয় আলো বলা হয়।

যখন সূর্য থেকে চার্জযুক্ত কণা পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলে পরমাণুর সঙ্গে সংঘর্ষ করে, তখন অরোরার চমকানো আলোকশক্তি দেখা যায়। সাধারণ ঘটনা হলেও অরোরার বৈজ্ঞানিক কারণ অনুসন্ধান করতে চান বিজ্ঞানীরা। আমাদের গ্রহের চারপাশের মহাকাশের পরিবেশ সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ আছে এ মিশনের মাধ্যমে।

নাসা থেকে পাঠানো রকেট অরোরার মধ্য দিয়ে উৎক্ষেপণ করতে চায়। উৎক্ষেপণের সময় ইলেকট্রন ও পৃথিবীর চৌম্বকক্ষেত্রের মধ্যে মিথস্ক্রিয়া অধ্যয়নের জন্য রকেটে বিশেষ যন্ত্র যুক্ত করা হবে। একেকটি রকেট একেক ধরনের অরোরাকে পর্যবেক্ষণ করবে। শুধু দৃশ্যমান অরোরা নয়, যেসব অরোরা দেখা যায় না, তা নিয়েও জানতে আগ্রহী বিজ্ঞানীরা এ মিশনের মাধ্যমে।

সূত্র: স্পেস ডটকম

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com