স্বপ্নে পুরোনো স্মৃতি দেখতে পাওয়ার কারণ জানা গেল গবেষণায়

নেচার সাময়িকীতে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটি তথ্য প্রকাশ করেছেন।
স্বপ্নে পুরোনো স্মৃতি দেখতে পাওয়ার কারণ জানা গেল গবেষণায়
প্রকাশিত

চোখের আকার নির্দেশ করে যে আমরা স্বপ্নে কোন কোন স্মৃতি দেখতে পাই। নেচার সাময়িকীতে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটি তথ্য প্রকাশ করেছেন।

নতুন গবেষণা বলছে, ঘুমের সময় চোখের প্রসারণ ও সংকোচনের সঙ্গে স্মৃতি প্রক্রিয়াকরণের একটি সম্পর্ক আছে। ঘুমানোর সময় চোখের আকার স্বপ্নে কে কী দেখছে তা নির্দেশ করতে পারে। বিজ্ঞানীরা ইইজি বা ইলেক্ট্রোয়েন্সফালোগ্রামের সঙ্গে উন্নত আই-ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে এই তথ্য প্রকাশ করেছেন।

গবেষকেরা মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করতে ইঁদুরের ঘুমের ধরন পর্যবেক্ষণ করেন। গবেষণায় ব্যবহৃত ইঁদুরগুলোকে দিনের বেলায় গোলকধাঁধায় দৌড়াদৌড়ি করানো হয়। পরে রাতে ইঁদুরের ঘুম পর্যবেক্ষণ করা হয়।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এনআরইএম বা নন-র‍্যাপিড আই মুভমেন্ট ঘুমের একটি পর্যায়। এ পর্যায়ে দুটি স্তর দেখা যায়। ইঁদুরের চোখ সংকুচিত হতে দেখা যায়, যখন ইঁদুর স্বপ্নে অতীত অভিজ্ঞতা প্রক্রিয়াকরণ করে নতুন তথ্য মস্তিষ্কে সংরক্ষণ করে। নতুন স্মৃতি প্রক্রিয়া করার সময় চোখর আকার বড় হয়। দুই পর্যায় দ্রুত ঘটতে দেখা যায়। 

সুত্র: এনডিটিভি

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com