খালাসের পরেও ৬ বছর কারাবন্দি: লিগ্যাল এইডের সহায়তায় একদিনেই মুক্তি

খালাসের পরেও ৬ বছর কারাবন্দি: লিগ্যাল এইডের সহায়তায় একদিনেই মুক্তি
প্রকাশিত

আদালতের রায়ে খালাস পাওয়ার পরও ছয় বছর ধরে অকারণে কারাবন্দি থাকা মোঃ মাসুদ রানা ওরফে ‘পুতুল’ অবশেষে মুক্তি পেয়েছেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তাৎক্ষণিক হস্তক্ষেপে তার মুক্তির পথ সুগম হয়েছে।

জানা যায়, ঢাকার দায়রা আদালতের একটি মামলায় ২০১৩ সালে পুতুল খালাস পান। আশ্চর্যজনকভাবে, ২০২০ সালে আবারও একই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রথমে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এরপর, ২০২৫ সালের ২১ মার্চ তাকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানী গতকাল, ২৩ জুন বিকেলে, বিষয়টি জানতে পারেন। তিনি তাৎক্ষণিকভাবে কারা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। আজ মঙ্গলবার সকালে তিনি বিষয়টির সত্যতা উদঘাটনের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান, ঢাকার জেলা লিগ্যাল এইড অফিসার মো. সায়েম খান, সহকারী পরিচালক ফারিন ফারজানা ও তৌফিকুল ইসলাম, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে পুতুলের অন্যায় কারাবাসের বিষয়টি নিশ্চিত হলে তার মুক্তির জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে কারাবন্দিদের মধ্যে লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং সচেতনতামূলক প্রচার সামগ্রী বিতরণ করা হয়।

পরিচালক সুবহানী এই প্রসঙ্গে বলেন, “প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের অঙ্গীকার।”

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com